ভোটার নিবন্ধনে প্রয়োজন
১। অনলাইন জন্মনিবন্ধন এর কপি।
২। শিক্ষাগত যোগ্যাতার সনদ (যদি থাকে) ।
৩। অনলাইন নাগরিক সনদের মূল কপি ।
৪। রক্তের গ্রুপ নির্ণয়ের প্যাথলজি রিপোর্ট।
৫। বিদ্যুৎ বিলের কপি।
৬। চৌকিদার কর রশিদ চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত কপি।
৭। ভোটার নিবন্ধিত হতে চেয়ে অনলাইন পত্যয়নপত্র।
৮। পূর্বে কোথাও ভোটার হয়নিমর্মে অঙ্গীকারনামা।
৯। বিবাহিতদের ক্ষেত্রে স্বামী/স্ত্রীর NID ।
ক) NID তে স্বামী/স্ত্রীর নাম উল্লেখ না থাকলে কাবিননামার চেয়ারম্যান সত্যায়িত কপি।
১০। পিতা,মাতার NID কপি (পিতা-মাতা মৃত হলে মৃত্যু সনদ)।
ক) পিতা-মাতা অন্য এলাকার ভোটার হলে বর্তমান বাসস্থানের খতিয়ান /দলিল সত্যায়িত কপি।
খ) বর্তমান ঠিকানায় ভোটার আছেন পরিবারের এমন কোনো সদস্যের NID কপি।
১১। নদীভাঙ্গা হলে পূর্বের ঠিকানা ও বর্তমান ঠিকানা বিস্তারিত উল্লেখ করে চেয়াম্যান কর্তৃক অনলাইন প্রত্যয়ন।
১২। প্রবাসী হলে পাসপোর্ট ও এরাইভাল সীলের কপি।
** রেজিস্ট্রেশন অফিসারের চাহিদামত অন্যান্য দলিলাদি।
উক্ত কাগজপত্র সংগ্রহ করে আনলাইনে আবেদন করতে হবে।
* আবেদন ফরমের ৩৪ ও ৩৫ নং কলামে শনাক্তকারী হিসেবে পরিবারের যেকোনো সদস্যের NID নম্বর ও স্বাক্ষর।
* আবেদন ফরমের ৪০ ও ৪১ নং কলামে চেয়ারম্যানের নাম, NID নম্বর, সীল ও স্বাক্ষর নিয়ে উক্ত উক্ত দলিলাদিসহ অফিসে ফরম জমা দিতে হবে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS