ভোটার এলাকা স্থানান্তরে প্রয়োজন:
১। স্থানান্তরের আবেদন ‘ফরম-১৩’ সঠিকভাবে পূরণ করে সনাক্তকারী হিসেবে চেয়ারম্যানের তথ্য,
সীল ও স্বাক্ষর এবং তার বামপার্শ্বের খালি জায়গায় ওয়ার্ড মেম্বারের সীল ও স্বাক্ষর নিতে হবে।
২। নাগরিকত্ব সনদের মূল কপি
৩। চকিদার কর রশিদের কপি (চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত)
৪। পূর্বের ঠিকানায় ভোটার হওয়ার কারণ এবং বর্তমান ঠিকানায় স্থানান্তরের কারণ উল্লেখ করে প্রত্যয়নপত্র।
ক) নতুন বাড়ি হলে, খতিয়ান নম্বর / দলিল নম্বর , দাগ নম্বর প্রত্যয়নে উল্লেখ করতে হবে।
খ) নদীভাঙ্গা হলে চেয়াম্যান কর্তৃক প্রত্যয়নপত্র।
৫। বর্তমান ঠিকানায় বসবাস করছেন পরিবারের এমন কোনো সদস্যের NID কপি।
৬। বিদ্যুৎ বিল
৭। স্বামীর বাড়িতে স্থানান্তর হতে চাইলে কাবিননামার সত্যায়িত কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস